গাজোল

গাজোলে নারী শক্তি সম্মান সম্মেলন

 

সোশ্যাল মিডিয়ায় সন্দেশখালির ঘটনা নিয়ে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী। লোকসভা নির্বাচনের প্রাক্কালে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের গাজোল বিধানসভায় নারী শক্তি সম্মান অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী মহাপাত্র।

    লোকসভা নির্বাচনে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে এদিন গাজোল বিধানসভার রাঙ্গাভিটা এলাকায় একটি বেসরকারি লজে নারী শক্তি সম্মান সম্মেলন আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বানতি শ্রীনিবাসন, রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী মহাপাত্র, কেন্দ্রীয় কমিটির সম্পাদক অরবিন্দ মেনন, কেন্দ্রীয় এক্সিকিউটিভ মেম্বার কাইনাথ কাজী, রাজ্য মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা এবং উত্তরবঙ্গ জোনের ইনচার্জ অনিন্দিতা রায় দাস, রাজ্য মহিলা মোর্চার সহ সভানেত্রী তথা উত্তরবঙ্গ জোনের কনভেনার জুলি তামাল, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা।

    এদিন তিনি সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, সব থেকে অত্যাচারিত এবং নিপীড়িত হয়েছেন বাংলার মেয়েরা। প্রত্যেকেই দেখেছে সন্দেশখালির ঘটনা। মালদাতেও প্রচুর মেয়েরা লাঞ্ছিত, অত্যাচারিত এবং নির্যাতিত হয়েছেন। সন্দেশখালি এখন ভারতবর্ষের শিরোনামে উঠে এসেছে। লাঠি হাতে ঝাঁটা হাতে গর্জে উঠেছে সন্দেশখালি। পশ্চিমবঙ্গের আনাচে-কানাচে সন্দেশখালি রয়েছে। প্রত্যেকদিন মহিলারা নির্যাতিত হচ্ছে। প্রত্যেকদিন মহিলারা পাচার হয়ে যাচ্ছে। সন্দেশখালির মতো মালদার মহিলারাও গর্জে উঠুন। আপনাদের এখানকার শেখ শাহজাহানের মত অসুর শক্তিকে জেলে পাঠানোর দায়িত্ব আপনাদের। আমরা সবাই আপনাদের সাথে আছি। এদিন একদিকে যেমন বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করেন তিনি ঠিক তেমনি সন্দেশখালীর ঘটনা নিয়ে ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে মুখ খোলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী।